স্পোর্টস ডেস্ক : হার দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের। এএফসি অনূর্ধ্ব- ১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে মারিয়া-আঁখি-মনিকারা।
চনবুড়ি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীর্ধের শুরুর দিকে ফ্রি-কিক থেকে গোল করে থাইল্যান্ডকে লিড এনে দেন থাওয়ানরাত।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশের মেয়েরা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদে ব্যর্থ হয় তারা। বাকী সময় আর গোল না হওয়ায় জয়ের আনন্দে মাতে স্বাগতিক মেয়েরা।