এসএ গেমসে ভারোত্তোলন থেকে আরও একটি স্বর্ণ পেলো বাংলাদেশ। এবার ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন জিয়ারুল ইসলাম। তিনি হারিয়েছেন স্বাগতিক নেপালের বিশাল সিং বিস্টকে।
স্ন্যাচে তিন লিফটে জিয়ারুল তোলেন ১৩৫ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তিন লিফটে তোলেন ২৬২ কেজি।
এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভুটানের কেনলি গায়েলশেন।
এর আগে ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে মাবিয়া আক্তার সীমান্ত স্বর্ণ জিতেন।