রংপুর প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে ষড়যন্ত্র ও নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হতেই পুলিশ বাধা দেয়।
পরে দলীয় কার্যালয়ের ভেতরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ষড়যন্ত্র করছে।
এর প্রমাণ রংপুরের রাজপথে কোনও কর্মসূচি করতে না দেওয়া। যেকোনো কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এছাড়া প্রতিনিয়ত নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে, যেন বিএনপি ঐক্যবদ্ধভাবে কোনও আন্দোলন করতে না পারে।
দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন নেতাকর্মীরা। অন্যথায় রংপুর থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।