দিল্লিতে বাসে আগুন ধরাচ্ছে পুলিশ! ভিডিও ভাইরাল

অশান্তি ঠেকানোর নামে বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। ছবি ও ভিডিয়ো-সহ একটি টুইটও করে এই অভিযোগ করেছেন খোদ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। খবর আনন্দবাজার।

সিসৌদিয়া বলেন, ‘দেখুন এই ছবিগুলো। কারা বাস, গাড়িতে আগুন লাগাচ্ছে। এই ছবিই প্রমাণ করে যে বিজেপি নোংরা রাজনীতি করছে। বিজেপি নেতারা কি এর উত্তর দেবেন?’

তিনি আরও বলেন, ‘দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে। তারা অমিত শাহকে রিপোর্ট করে। দিল্লিতে বিজেপি বিরোধী আসনে। এবং তারা আম আদমি সরকারের চরম বিরোধী।’

তবে সিসৌদিয়ার এই অভিযোগের জোরালো বিরোধিতা করার পাশাপাশি দিল্লি পুলিশ সেই অভিযোগকে খারিজও করেছে। দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক এম এস রণধাওয়া বলেন, ‘আপনারা নিশ্চই ভিডিওটি দেখেছেন। আগুন বাসের বাইরে জ্বলছিল। পুলিশ সেই আগুন নেভানের চেষ্টা করছিল।’

দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল, যাঁর নেতৃত্বে পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে অভিযানে নামে, তিনি এই অভিযোগ সম্পর্কে বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সত্যিটাকে বিকৃত করার চেষ্টা হচ্ছে।’

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রোববার সন্ধ্যায় উত্তাল হয়ে ওঠে দক্ষিণ দিল্লির নিজউজ ফ্রেন্ডস কলোনি এলাকা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সেই সময়ই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা যাচ্ছে, কিছু পুলিশ ভাঙচুর হওয়ার বাসের মধ্যে জারিকেন থেকে কিছু ঢালছেন। তার পর থেকেই এই তত্ত্ব ঘোরাফেরা করতে শুরু করে যে, এই ভাঙচুর ও আগুন লাগানোর কাজে পুলিশও জড়িত। পুলিশের বিরুদ্ধে সেই একই অভিযোগ তুলেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *