ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম যেমন ফুসকা বিক্রেতাকে বানায় কোটিপতি আবার তারকা ক্রিকেটারদের অনেকেই পান না দল। এই যেমন, বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১৩ আসরে একবারও দল পাননি। তেমনটা কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতানো ইউসুফ পাঠানও পাননি দল।
কলকাতায় বৃহস্পতিবারের নিলামে যাদের নিয়ে আগ্রহ দেখায়নি কোনও দল। তাদের একটা তালিকা দেয়া হলো:
নাম | বেস প্রাইজ |
চেতেশ্বর পূজারা | ৫০ লাখ টাকা |
ইউসুফ পাঠান | ১ কোটি টাকা |
কলিন ডে গ্রান্ডহোম | ৭৫ লাখ টাকা |
স্টুয়ার্ট বিনি | ৫০ লাখ টাকা |
হেনরিচ ক্লাসেন | ৫০ লাখ টাকা |
মুশফিকুর রহিম | ৭৫ লাখ টাকা |
নমন ওঝা | ৫০ লাখ টাকা |
কুশল পেরেরা | ৫০ লাখ টাকা |
শাই হোপ | ৫০ লাখ টাকা |
টিম সাউদি | ১ কোটি টাকা |
ইশ সোধি | ৭৫ লাখ টাকা |
অ্যাডাম জাম্পা | ১.৫০ কোটি টাকা |
হেডেন ওয়ালশ | ৫০ লাখ টাকা |
মার্টিন গাপটিল | ১ কোটি টাকা |
কলিন ইনগ্রাম | ৫০ লাখ টাকা |
কলিন মুনরো | ১ কোটি টাকা |
এভিন লুইস | ১ কোটি টাকা |
কার্লোস ব্রেথওয়েট | ৫০ লাখ টাকা |
আন্দিলে ফেহেলুকোয়াও | ৫০ লাখ টাকা |
বেন কাটিং | ৭৫ লাখ টাকা |
আনরিচ নর্টজে | ৫০ লাখ টাকা |
মার্ক উড | ৫০ লাখ টাকা |
আলজাররি জোসেফ | ৫০ লাখ টাকা |
মোস্তাফিজুর রহমান | ১ কোটি টাকা |
ম্যাট হেনরি | ৫০ লাখ টাকা |
জেসন হোল্ডার | ৭৫ লাখ টাকা |
জেমস প্যাটিনসন | ১ কোটি টাকা |
কেসরিক উইলিয়ামস | ৫০ লাখ টাকা |
বিনি কুমার | ১ কোটি টাকা |