আজ হয়ে গেলো উয়েফা চ্যাম্পিয়ন লিগের ড্র।
অনেক সমীকরন আছে এই ড্র তে।
প্রথম যেটা সেটা হচ্ছেঃ ম্যান সিটি আর পি.এস.জি একি গ্রুপে।মেসি নেইমারদের এক সময়কার গুরু গার্দিওলা যিনি এখন ম্যান সিটি কোচের দায়িত্বে আছেন। মেসি নেইমার নেই বার্সায় তারা এখন পি.এস.জির আর গার্দিওলা আর মেসি নেইমারকে আবার দেখা যাবে একি ম্যাচে ভিন্ন দুটি দলের হয়ে।যেখানে গার্দিওলা মেসি নেইমারকে আটকানোর চক কসবেন আর মেসি নেইমার সেই পুরনো গুরুর রক্ষন দেয়াল ভাংগার চেষ্টা করবেন।বেপারটা ফুটবল প্রেমিকদের জন্য খারাপ হবে না আশা করি।
দ্বিতীয়তঃরোনালদোকে খুব করে চাইছে ম্যান সিটি কারন হ্যারি কেনকে তারা দলে ভিড়াতে ব্যার্থ হয়েছে। আর ম্যান সিটির ভালো একজন স্টাইকার খুব দরকার। (যদি রোনালদোর ম্যান সিটিতে যায় তাহলেতো আর কথায় নেই আবার দেখা যাবে মেসি রোনালদো দৈরথ)
তারপর আসি গ্রুপ অব ডেথঃ গ্রুপ অব ডেথ হবে গ্রুপ (বি) যে গ্রুপে ১। ইতালিয়ান জায়ান্ট এসি মিলান স্পেনিশ জায়ান্ট আট্লাটিকো মাদ্রিদ ইংলিশ জায়ান্ট লিভারপ ও পুর্তগাল জায়ান্ট পোর্ত আছে।( একান্ত ব্যাক্তিগত মতামত)
আর শেষ কথা যেটি সেটি হচ্ছে বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনা একি গ্রুপে।


