ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ে সফরকারী বাংলাদেশ।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে। এরমধ্যে পাঁচটিতে ইনিংস ব্যবধানে হার ছিলো টাইগারদের।
পেটের পীড়ার কারনে একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। আর সামান্য চোট থাকায় একাদশে সুযোগ হয়নি পেসার শরিফুল ইসলামের।
দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হচ্ছে লিজাড উইলিয়ামস ও রায়ান রিকেলটনের।
বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, তেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেনি (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস ও ডুয়ানে অলিভিয়ের।