মুলতবির পর শুরু হচ্ছে ইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন

পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে পার্লামেন্ট পুনর্বহালের পর আজ আবারও অধিবেশ বসেছে। এই অধিবেশনেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ করার কথা। তবে অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মাথায় তা অল্প সময়ের জন্য মুলতবি ঘোষণা করা হয়।পাকিস্তান সময় সাড়ে বারোটায় আবারও অধিবেশন বসার কথা থাকলেও তাতে বিলম্ব হচ্ছে। শিগগিরই আবার তা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ডন।
গত এক সপ্তাহে একের পর এক নাটকীয়তা দেখেছে পাকিস্তান। অবশেষে আজ ইমরানের বিরুদ্ধে দ্বিতীয় বারের মতো অনাস্থা প্রস্তাব উঠতে যাচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায়ে ভেঙ্গে দেয়া পার্লামেন্ট আবারও পুনর্বহাল করা হয়েছে। ফলে গত ৩রা এপ্রিল যে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল তা আজ হচ্ছে। ডন বলছে, অনাস্থা প্রস্তাবে ইমরানের বিরুদ্ধে পড়তে পারে ১৭৬ ভোট।

এটি হলে প্রধানমন্ত্রীত্ব হারাবেন ইমরান। অপরদিকে বিরোধীদের মধ্য থেকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যিনি দায়িত্ব পালন করবেন আগামি বছরের সাধারণ নির্বাচন পর্যন্ত।
টেলিভিশনে সরাসরি প্রচার করা হচ্ছে পার্লামেন্ট অধিবেশন। এতে দেখা গেছে পার্লামেন্ট এলাকায় নিরাপত্তা শক্তিশালী করা হয়েছে। কোরান তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত বাজিয়ে অধিবেশন শুরু হয়। বিরোধীরা তাদের সকল এমপিদের নিয়ে অধিবেশনে যোগ দেন। তবে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধী নেতা শেহবাজ শরিফ বক্তব্য দেন এতে। তিনি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান এবং বলেন এই রায় পাকিস্তানের ভবিষ্যতকে উজ্জ্বল করবে। তিনি বিরোধী নেতাদের ধন্যবাদ দেন পাকিস্তানের জন্য এত দূর পর্যন্ত আসার জন্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *