সাকিবের পারিবারিক সূত্র থেকে জানা যায়, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসা হচ্ছে না সাকিবের। মেয়েকে একা রেখে এই মুহূর্তে সাকিব দেশে আসতে পারছেন না। মেয়ের স্কুল খোলা থাকায় তার সঙ্গে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে সাকিবকে। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন। শাশুড়ি, মা ও দুই সন্তান একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব। পরিবারের বাকিরা সুস্থ হলেও শাশুড়ির সুস্থ হতে সময় লাগছিল। এরপর ১ এপ্রিল মেয়ে আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। মা’র দেখাশোনার জন্য বাংলাদেশে থেকে যান সাকিবের স্ত্রী।
2022-04-09