ঢাকার কলাবাগানে একটি খেলার মাঠে পুলিশের থানা-ভবন নির্মাণের বিরুদ্ধে এলাকাভিত্তিক আন্দোলনের একজন সংগঠক সৈয়দা রত্না এবং তার ছেলেকে পুলিশ আটক করার পর রবিবার দিবাগত রাতে তাদের ছেড়ে দেয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ চন্দ্র বলেন সৈয়দা রত্না মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
মুচলেকায় কী লেখা ছিল জানতে চাইলে মি. চন্দ্র বলেন ” তিনি তার ( সৈয়দা রত্না) ভুল বুঝতে পেরেছেন এবং এমন কাজ তিনি আর করবেন না এটা লিখিত ভাবে জানিয়েছেন” ।
এরপর মধ্যরাতে সৈয়দা রত্না এবং ছেলেকে ছেড়ে দেয়া হয়। তাদের বিরুদ্ধে কোন মামলা করা হয় নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে রবিবার সকাল পৌনে ১১টায় তাকে আটক করে কলাবাগান থানায় নিয়ে যাওয়ার পর থেকে থানার পুলিশ সদস্যরা সৈয়দা রত্নার পরিবারকে পরামর্শ দিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসির সাথে যোগাযোগ করার জন্য।
কিন্তু পরিবার বলছে থানার ওসি দুপুর থেকে রাত আটটা পর্যন্ত থানায় আসেন নি এবং তারা তার সঙ্গেও যোগাযোগ করতে পারেন নি।