ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগে এটি তাদের ৩৭তম ম্যাচ। এরই মধ্যে এবারের লিগ জয় নিশ্চিত করে ফেলেছে মেসি-নেইমার-এমবাপ্পেরা। তাই মন্টপেলিয়ারের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়মরক্ষার।
বাংলাদেশ সময় আজ (শনিবার) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলেও লিগ ওয়ানে গোটা মৌসুম জুড়েই দাপট দেখিয়েছে তারকায় ঠাসা দল পিএসজি। ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট অর্জন করেছে তারা। লিগ শিরোপা জয় নিশ্চিত করেছিল ৪ ম্যাচ হাতে রেখেই। দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে পচেত্তিনোর দল।
অন্যদিকে, পিএসজির আজকের প্রতিপক্ষ মন্টপেলিয়ারের অবস্থান পয়েন্ট তালিকার ১৩ নম্বরে। ৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। আজকের ম্যাচটি পিএসজি খেলবে প্রতিপক্ষের মাঠে। সৌদি আরব ভ্রমণ শেষে পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা লিওনেল মেসি।