নির্বাচনের ঘোষণা না দিলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে

নির্বাচনের ঘোষণা না এলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতা দিয়েছেন।

ইমরান খান বলেছেন, তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কি না সেটা দেখব। অন্যথায় এই দেশ (পাকিস্তান) গৃহযুদ্ধের দিকে যাবে।

তিনি আরো বলেন, বর্তমান পার্লামেন্টে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, এতে তার সরকার উৎখাতের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে।

বিক্ষোভকারীদের সুরক্ষা চেয়ে করা পিটিআই দলের আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন ইমরান খান। এই সিদ্ধান্ত পাওয়ার পরই পরবর্তী মিছিলের তারিখ ঘোষণা করবেন তিনি।

ইমরান খান স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বময় ক্ষমতা ভোগ করেননি। দেশের সর্বময় ক্ষমতা অন্য কোথাও নিহিত রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, সবাই জানে কোথায় তা রয়েছে।

সূত্র : দ্য ডন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *