মেহেদী হাসান মিরাজ হলেন বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এবং দেশের শীর্ষ  শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের  পৃষ্ঠপোষকতায়  ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১’ এর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। নিরপেক্ষ জুরিবোর্ডের বিচারে তিনি পেছনে ফেলেন বাংলাদেশকে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের টিকেট পাইয়ে দেয়া তপু বর্মন এবং আরচারি বিশ্বকাপের মিশ্র রিকার্ভ দ্বৈতে রুপা বিজয়ী আরচার দিয়া সিদ্দিকীকে।
রাজধানীর একটি পাঁচ তারকা  হোটেলে  আজ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে বছরের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফুটবলার তপু বর্মন।
২০২১ সালে মিরাজ খেলেছেন ৭ টেস্টে ১২ ইনিংস। এতে বোলিং করে নিয়েছেন ২৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নেন একবার।  টেস্টে প্রথম  শতকের দেখা পেয়েছেনএবং  ১২ ইনিংসে রান করেন ৩১৯, এর মধ্যে একটি অর্ধশতকের ইনিংসও আছে। এছাড়া ১১ ওয়ানডে ম্যাচে ১৫ উইকেট পেয়েছে মিরাজ। দেশের মাটিতে জয় করা দুই ওয়ানডে সিরিজে দারুন সফল ছিলেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থার এশিয়া অঞ্চলের (এআইপিএস) সহ-সভাপতি মোহাম্মদ হিজিজি, মহাসচিব আমজাদ আজিজ মালিক ও পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডিরেক্টর (হেড অব অপারেশন্স)  মালিক মোহাম্মদ সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা। লেজার শো দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। ভিনদেশী কোচদের ফ্যাশন শো মুগ্ধ করে সবাইকে।
অনুষ্ঠানে উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন রিতু আক্তার (অ্যাথলেটিক্স), আলী কাদের হক (জিমন্যাস্টিকস)ও  শরিফুল ইসলাম (ক্রিকেট)।
এছাড়া বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন শারমিন আক্তার সুপ্তা, বর্ষসেরা ফুটবলার তপু বর্মন, বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ) মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ, বর্ষসেরা সাইক্লিস্ট ফয়সাল হোসেন, বর্ষসেরা হকি খেলোয়াড় সোহানুর রহমান সবুজ, বর্ষসেরা আর্চার দিয়া সিদ্দিকী, বর্ষসেরা কোচ অস্কার ব্রুজন,  সেরা সংগঠক সৈয়দ শাহেদ রেজা, সক্রিয় ক্রীড়া সংগঠন  দাবা ফেডারেশন, তৃণমূলের সংগঠক আকবর আলী (কোচ) ও আমীর বাবু (কোচ)।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পান আবদুল গাফফার, বর্ষসেরা স্পন্সর এর পুরস্কার পায় আমরা নেটওয়ার্ক লিমিটেড। এর বাইরে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় গত বছর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে ইন্টারকন্টিনেন্টালে সমবেত হন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, কোচ, সংগঠক, সাংবাদিক ও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা। এদের মধ্যে ছিলেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, শফিকুল ইসলাম মানিক, কায়সার হামিদ, গোলাম গাউস, মাসুদ রানা, আরমান মিয়া, জাহিদ হাসান এমিলি, সাবেক ক্রিকেটার এএসএম রাকিবুল হোসেন, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, সানোয়ার হোসেন, ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ক্রিকেট বোর্ডের পরিচালক সাজ্জাদুল আলম ববি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধক্ষ এ কে সরকার, এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, এসএ গেমসের ফেন্সিংয়ে সোনাজয়ী ফাতেমা মুজিব, সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু, সাবেক তারকা অ্যাথলেট মিউরেল গোমেজ, জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, জাতীয় কাবাডি দলের কোচ আব্দুল জলিল, দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
উল্লেখ্য দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সবচেয়ে পুরনো সংগঠন বিএসপিএ ১৯৬৪ সাল থেকে নিয়মিত ভাবে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *