কুমিল্লায় উৎসব আমেজে ভোটাররা ভোট দিচ্ছেন

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
তিনি বলেন, “প্রার্থী ও সমর্থকরা উৎসবমুখর অবস্থায় রয়েছেন। সারা কুমিল্লায় উৎসবের আমেজ চলছে। ভোটের মাঠে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে কিছু অতি উৎসাহী কর্মকর্তার কারণে ভোটের সুষ্ঠু পরিবেশ যাতে বিঘিœত না হয়- সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাহার বলেন, সকালে সামান্য বৃষ্টি হয়েছে, এজন্য ভোটাররা একটু হতাশ হয়েছিল যে- কীভাবে ভোট দেবে। বৃষ্টি চলে যাওয়ার পর, ভোটাররা উৎসব-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। কারণ উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।
‘আমি সব কর্মকর্তাদের বলব- একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনকে সাফল্যম-িত করার জন্য আপনারা সহযোগিতা করবেন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *