এসএ গেমসে এবার ফেন্সিং থেকে স্বর্ণ আনলো বাংলাদেশের ফাতেমা মুজিব। মেয়েদের একক সাবর ইভেন্টে আজ তিনি সোনার পদক জিতলেন।
এর আগে দিনের প্রথম স্বর্ণ আনে মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন তিনি। এরপর ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন জিয়ারুল ইসলাম।