লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ে যুবদলের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা খালেদা জিয়ার মুক্তির জন্য যুবদলের নেতাকর্মীদের রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান লিংকন, জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।