টাঙ্গাইল প্রতিনিধি : মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ। শনিবার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় তিনি মাওলানা ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।
এরপর তিনি মাওলানা ভাসানী স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, মাওলানা ভাসানী উত্তর কোরিয়াকে যুদ্ধের সময় সমর্থন জানিয়েছিলেন।
এ কারণেই উত্তর কোরিয়া সবসময় মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধাশীল। এ সময় ঢাকাস্থ উত্তর কোরিয়া দুতাবাসের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূত ভাসানীর মাজার প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ভাসানী ফাউন্ডেশনের কর্মকর্তারা।