Skip to content

অনবিজ্ঞ ক্রিকেটার নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

 

আগে কখনও ক্রিকেটের কোনও বিশ্বকাপ টুর্নামেন্টই খেলেননি, এমন সাত জন ক্রিকেটার নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বে সিলেকশন প্যানেল এই দলের সদস্যদের নাম ঘোষণা করেন।

টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ-সহ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানের মতো শীর্ষ ক্রিকেটাররা সবাই দলে আছেন।

পেস বোলার হিসেবে আছেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন।

২০০৩ সালের পর এই প্রথম তামিম ইকবালকে ছাড়া কোন বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে দলে জায়গা পেয়েছেন এমন সাতজন ক্রিকেটার যারা এখনও কোন ফরম্যাটেই বিশ্বকাপ ক্রিকেট খেলেননি। এরা হলেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম এবং শামীম পাটোয়ারী।

২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি নুরুল হাসান সোহানের।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছেন প্রধান নির্বাচকের কাছে, টানা দুই সিরিজে পেস বোলাররা যথেষ্ট সময় পেয়েছেন কি না প্রস্তুতির জন্য।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সাদা বলের সিরিজের ধারাই বজায় রাখা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে।

“ম্যাচ না খেললেও সবাই একটা সিস্টেমের মধ্যেই আছে, আশা করি সবাই একই রকম পারফর্ম করতে পারবে।”

তাসকিন দেড় মাস ক্রিকেট খেলছেন না, প্রধান নির্বাচক বলেন, “ক্রিকেটারদের অনুশীলনে দেখেছি। আমরা আত্মবিশ্বাসী। ঘরের মাটিতে অন্যরকম উইকেটে খেলি, একেকটা সিরিজের একেকটা পরিকল্পনা। হোম সিরিজে দুজন সিম বোলার খেলে বাইরের মাটিতে তিনজনও খেলে থাকেন।”

তবে তামিম ইকবালকে নিশ্চিতভাবে মিস করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার,

মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান

আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শেখ মেহেদী , নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী

এছাড়া, রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সাথে যোগ দেবেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Designed using Magazine News Byte. Powered by WordPress.