আজ গণহত্যা দিবসে সারাদেশে পালন করা হলো প্রতীকী ‘ব্ল্যাক আউট’। শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্য নিভে যায় বাতি। এর মাধ্যমে কালরাতের বিভীষিকাকে স্মরণ করলো বাংলাদেশ।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি হাতে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এর আওতামুক্ত ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গণহত্যা দিবসে রাতে কোনও আলোকসজ্জা করা যাবে না।