প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে সরকার সারাদেশে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে।
তিনি বলেন,নিম্নবিত্তদের মাঝে ভর্তুকি মূল্যে নিত্যপণ্যে দেয়া হচ্ছে। রমজানেও জিনিসপত্রের দাম সহনীয় থাকবে।
তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আশ্রয়হীন মানুষ ঘর পাওয়ায় তাদের শত দুঃখের বোঝা হালকা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত একাদশ জাতীয় সংসদের ১৭ তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে নিজের আনন্দ অনুভূতি প্রকাশ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সব সদস্যকে হারিয়ে প্রবাসে অসহনীয় জীবন ও পরবর্তীতে দেশে ফিরে প্রতিহিংসার শিকারের অতীত কষ্ঠের কথা সংসদে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘরবাড়িহীন দুস্থ মানুষ ঠিকানা পেয়েছেন। ঘর পাওয়ার পর এই ঠিকানাহীন মানুষের আনন্দাশ্রু দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি বলে জানান প্রধানমন্ত্রী।
2022-03-30




















