গ্যাস আমদানি বন্ধ করলো বাল্টিক দেশগুলো

লাটভিয়ার প্রাকৃতিক গ্যাস স্টোরেজ অপারেটরের প্রধান শনিবার বলেছেন, বাল্টিক দেশগুলো আর রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি করছে না।
কনেক্সাস বাল্টিক গ্রীডের সিইও উলডিস বারিস বলেছেন, রাশিয়া থেকে সরবরাহের ব্যাপারে এখনো  আস্থা রাখা যায় কিনা এমন সন্দেহের ব্যপারে বলা যায় বর্তমান পরিস্থিতিতে এটা স্পস্ট যে রাশিয়ার ওপর আস্থা রাখা যায় না।
লাটভিয়ান রেডিওকে তিনি বলেছেন, “১ এপ্রিল থেকে রাশিয়ান প্রাকৃতিক গ্যাস আর লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুনিয়ায় প্রবেশ করছে না।”
তিনি বলেন, বাল্টিক মার্কেট বর্তমানে লাটভিয়ার ভূগর্ভস্ত  গ্যাসের মজুদ দিয়ে চলছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জ্বালানি শক্তিধর হিসেবে প্রতিষ্ঠার চেষ্টার সময় এই পদক্ষেপ নেয়া হয়।
অভূতপূর্ব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি পঙ্গু হওয়ার সাথে সাথে পুতিন ইইউ সদস্যদের সতর্ক করে বলেছেন, রাশিয়ার গ্যাসের অর্থ পরিশোধের জন্য রুবল অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। পুতিন বৃহস্পতিবার বলেছেন, অর্থ প্রদান না করলে বিদ্যমান চুক্তিগুলি বাতিল হয়ে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *