আউটের ধরন দেখে বোবা বনে যাওয়া অসম্ভব কিছু না! আর তাই পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশের ৩৩২ রানের হারকে আর যাই হোক লড়াকু বলার কোনো সুযোগ নেই।
আজ চতুর্থ দিনের খেলা শুরুর আগে পরিস্থিতিটা একটু বলে নেওয়া ভালো। জয়ের জন্য ৪১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম। জয় থেকে তখনো ৩৯৬ রানের দূরত্বে পিছিয়ে বাংলাদেশ।
পরিস্থিতি যখন এমন তখন আজ ব্যাটিংটা কেমন হওয়া উচিত? আজ বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন দেখে উত্তরটা দেওয়া যায়—ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ঠিক ৫৯ মিনিটের মাথায় অলআউট!
হ্যাঁ, নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩.৩ ওভার ব্যাট করে ৮০ রানেই অলআউট হয় মুমিনুলের দল। এর মধ্যে আজ ব্যাট করেছে মাত্র ১৩.৩ ওভার, ৫৩ রান তোলার পথে হারিয়েছে বাকি ৭ উইকেট। অবশ্য হারিয়েছে বলার চেয়ে ‘উপহার’ দিয়েছে বলাই বেশি যৌক্তিক।