রক্তপাত এড়াতেই আজাদি মার্চ বাতিল করেছি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, সরকারের সঙ্গে তার কোনো চুক্তি হয়নি। তিনি রক্তপাত এড়াতেই আজাদি মার্চের কর্মসূচি বাতিল করেছেন। এদিকে, আজাদি মার্চ মোকাবিলায় নিরাপত্তা খাতে সরকারের ১৪৯ মিলিয়ন পাকিস্তানি রুপি খরচ হয়েছে বলে জানা গেছে। খবর প্রকাশ করেছে ডন ও জিও নিউজ। ইমরান খান লংমার্চ বাতিল করার পরবিস্তারিত..