পরিবর্তিত ভেন্যুতে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে নিষ্পত্তি হবে ইউরোপের সেরা ক্লাবের শিরোপা কোন দল পাবে।
এই ম্যাচ নিয়েই চলছে বিশ্বের ফুটবল অনুসারীদের মধ্যে মাতামাতি। প্রায় ৪০ কোটির মতো মানুষ টেলিভিশন পর্দায় চোখ রাখবে।
মুখোমুখি হবে স্পেনের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও এক পয়েন্টের ব্যবধানে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় হওয়া দল লিভারপুল।
বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে এই ম্যাচটি। এই আসরের ফাইনালের আয়োজক শহর ফ্রান্সের প্যারিস।
প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে এই ম্যাচ হবে। একসাথে আশি হাজার লোকের বসার ব্যবস্থা আছে এই স্টেডিয়ামে।
এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা ছিল রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এই টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু বদল করে।
রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এই টুর্নামেন্টের সফলতম দুই দল।