ব্যাটিংটা যুতসই করতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান তুলতে সমর্থ্য হয় টাইগাররা। স্বল্প সংগ্রহের পর তাণ্ডব চালিয়েছেন বোলাররা। তাসকিন-হাসানদের তোপে ১০১ রানেই ৯ উইকেট হারায় নেদারল্যান্ডস। শেষে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও টাইগারদের জয়বঞ্চিত করতে পারেনি ডাচরা। ৯ রানের জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দীর্ঘ ১৫ বছর পর জয়ের দেখা পেলো টাইগাররা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল বাংলাদেশ। এরপর লম্বা সময় মূল পর্বে জয় পায়নি টাইগাররা।
আজ নেদারল্যান্ডসের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৬২ রান করেন কলিন অ্যাকারম্যান। ১৬ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস, ২৪ রান করেন লোয়ার অর্ডার ব্যাটার মেইকেরেন।