ইন্টার মায়ামির ইতিহাসের অংশ হয়ে গেলেন লিওনেল মেসি। ক্লাবটির প্রথম শিরোপা জয়ে মুখ্য ভূমিকা পালন করলেন আর্জেন্টাইন সুপারস্টার। শুধু মায়ামিকে প্রথম শিরোপার স্বাদ দেননি মেসি; নিজেও গড়েছেন একটি রেকর্ড। বিশ্ব ফুটবলে এখন সর্বোচ্চ শিরোপার মালিক আর্জেন্টাইন সুপারস্টার।
যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত লীগস কাপে ইন্টার মায়ামিকে চ্যাম্পিয়ন করে ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরে উঠলেন লিওনেল মেসি। এতে তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনার সাবেক সতীর্থ দানি আলভেজকে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ক্যারিয়ারে ৪৩টি শিরোপা জিতেছেন। কাতার বিশ্বকাপ জিতে আলভেজকে স্পর্শ করেছিলেন মেসি। এবার লীগস কাপ জেতায় আর্জেন্টাইন সুপারস্টারের শিরোপা সংখ্যা হলো ৪৪টি।

ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ৩৫টি শিরোপা জিতেছেন লিওনেল মেসি- ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি সুপারকোপা, ৪টি চ্যাম্পিয়নস লীগ, ৩টি উয়েফা সুপার কাপ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ। পিএসজির হয়ে দুই বছরে ৩টি শিরোপা জিতেছেন মেসি- ফরাসি লিগ ওয়ান ২টি এবং ট্রফি দে চ্যাম্পিয়নস ১টি। আর্জেন্টিনার হয়ে ৫টি আন্তর্জাতিক শিরোপা রয়েছে মেসির ঝুলিতে- ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, অলিম্পিক এবং যুব বিশ্বকাপ।




















