পানামায় নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার নিখোঁজ

 ন্যাশনাল অ্যারোনাভাল সার্ভিসের (সেনাম) একটি হেলিকপ্টার রোববার নিখোঁজ হয়েছে। মধ্য আমেরিকার এই দেশের পশ্চিমাঞ্চলে একটি মিশন চলাকালে এটি নিখোঁজ হয়। খবর এএফপি’র।

পানামার নৌ ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে দায়িত্ব প্রাপ্ত পানামা পাবলিক ফোর্সের শাখা সেনামের এক বিবৃতিতে বলা হয়, এডব্লিউ-১৩৯ নামের হেলিকপ্টারটি এবং এর তিনজন ক্রু’কে শনাক্ত করার জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি ক্যারিবীয় উপকূল পুন্টা রিনকন ও সান্তিয়াগো ডি কভেরাগুয়াস শহরের মাঝামাঝি স্থানে নিখোঁজ হয়। স্থানটি পানামা সিটি থেকে প্রায় ২৫০ কিলোমিটার অবস্থিত।
খবরে বলা হয়, নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে চারটি বিমান পাঠানো হয়েছে। গ্রিনিচ মান সময় ১৬০০টার পর হেলিকপ্টারটির সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *