ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শিক্ষার্থীদের দখলে নতুন বাজার

ধাওয়া পাল্টা-ধাওয়ার পর রাজধানীর নতুন বাজার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, যত বাধা-বিপত্তি আসুক না কেন, মাঠ থেকে সরে যাবেন না। কোটা সংস্কারের যে দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন, আদায় করে তারপর ঘরে ফিরবেন।

এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিন সকাল ৯ টা থেকে রাজধানীর নতুন বাজার এলাকায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় নতুন বাজার থেকে বাঁশতলা পর্যন্ত পুরো সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে মিছিল করতে থাকেন। এক পর্যায়ে সকাল ১১ টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলার চেষ্টা চালায়। তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ ধাওয়া করলে তারা পালাতে বাধ্য হন। শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রলীগের ২০-৩০ জনের নেতাকর্মী শিক্ষার্থীদের ওপর চড়াও হন। সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের বাধার কথা না শুনে পাল্টা ধাওয়া দেয়। ইউনাইটেড ইউনিভার্সিটি শিক্ষার্থী মাহফুজ আনাম  বলেন, গতকাল রাতে আমাদের ভাই-বোনদের সঙ্গে যা ঘটেছে তার জন্য আর বসে থাকার উপায় নেই। আমরা সড়কে এসেছি আমাদের দাবি আদায়ের জন্য। এভাবে দিনের পর দিন মার খেয়ে যাওয়ার কোনো মানে হয় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *