“বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদেরকে বিভক্ত করতে পারে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার জাতির উদ্দেশে নববর্ষের ভাষণ দিয়েছেন। তিনি এই ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।
তিনি বলেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি, আমরা যেকোন সমস্যার এমনকী সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করতে পারি এবং আমরা কখনোই পিছপা হই না। কারণ, বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদেরকে বিভক্ত করতে পারে।’
তিনি আরো বলেন, ‘বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদের পিতাদের স্মৃতি ও বিশ্বাসকে ভুলিয়ে রাখতে বা আমাদের বিকাশকে থামাতে পারে।’
পুতিন ভাষণে রুশ পরিবারের সকলের মঙ্গল কামনা করেন।
তিনি বলেন, ‘আমরা এক দেশ এবং একটি বড় পরিবার।’
প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পিতৃভূমির দৃঢ় উন্নয়ন ও আমাদের দেশের নাগরিকদের মঙ্গল নিশ্চিত করবো এবং আমরা আরো শক্তিশালী হবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *