গাজীপু‌র সদর উপ‌জেলার বা‌ড়িয়া ইউ‌নিয়‌নে এক‌টি ফ্যান তৈরির কারখানায় আগুনের ঘটনায় দশ জন দগ্ধ হয়ে মারা গেছেন। আজ রোববার (১৫ ডি‌সেম্বর) সন্ধ্যায় এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘটে। খবর পে‌য়ে ‌জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের তিনটি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। গাজীপুর ফায়ার সা‌র্ভি‌সের উপ-সহকারী প‌রিচালক মো. মামুনুর র‌শিদ জানান, গাজীপুর সদর উপ‌জেলার কেশোর্তা এলাকায়বিস্তারিত..