শহরের নাগরিকরা মেয়র হিসেবে নির্বাচিত করেছেন সাত মাস বয়সী এক শিশুকে। যা কিনা সেই দেশটি তো বটেই সারা পৃথিবীতে ইতিহাস। এই সর্বকনিষ্ঠ মেয়রের নাম উইলিয়াম চার্লস ম্যাকমিলান। তার বসবাস যুক্তরাষ্ট্রের টেক্সাসে। টেক্সাসের হোয়াইটহিলের শিশু চার্লস ম্যাকমিলান সবার কাছে চার্লি নামেই পরিচিত। এই শহরের নাগরিকেরাই তাকে মেয়র হিসেবে পছন্দ করেছে। গতবিস্তারিত..