প্রতিবেশীকে পেটালেন ভারতীয় ক্রিকেটার

দীর্ঘ চার বছর আগে খুলে রেখেছিলেন জাতীয় দলের জার্সি। সেটাও অফ-ফর্মে না থাকার জন্য। বেশ কয়েক বছর (২০০৮-২০১১) ভারতীয় পেস অ্যাটাকের অন্যতম একজন ছিলেন প্রবীণ কুমার। সেই প্রবীণ এবার প্রতিবেশীর উপর হামলা করে খবর হয়েছেন গণমাধ্যমে। পেটালেন প্রতিবেশীকে।

প্রবীণের প্রতিবেশী দীপক শর্মা নামক ওই ব্যক্তি ভারতীয় গণমাধ্যমকে জানান, আমি বিকেলের দিকে আমার ছেলের জন্য বাসস্টপে অপেক্ষা করছিলাম। তখনই সে (প্রবীণ কুমার) বাসস্টপে এসে গাড়ি থেকে আমাকে গালিগালাজ শুরু করে। তারপর ও আমাকে পেটাতে শুরু করে। পিটিয়ে হাত ভেঙে দিয়েছে আমার।

তিনি আরও বলেন, সে আমার ছেলেকেও ছাড়েনি। ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় আমার ছেলে পিঠে ব্যথা পেয়েছে। ও নেশাগ্রস্ত হয়ে এসেছিল।

তবে দীপকের দাবি, সব শোনার পরও পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না উত্তর প্রদেশের পুলিশ। এদিকে পুলিশ আশ্বাস দিয়েছেন ন্যায়বিচারের।

গত ২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার পর যোগ দেন সমাজবাদী পার্টির রাজনীতিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *