আ’লীগের সঙ্গে ছিলাম, আছি, থাকব: সোহেল তাজ

বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে সবসময় আওয়ামী লীগের পাশেই থাকবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেন, আমি সবসময় দলের সঙ্গে ছিলাম এবং আছি, ভবিষ্যতেও থাকব।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের এমপি সৈয়দা জাকিয়া নূর লিপিকে সঙ্গে নিয়ে সম্মেলনস্থলে আসেন সোহেল তাজ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই আশা করি। আমাদের নেতৃত্ব যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সেই প্রত্যাশা করি।

আপনি কমিটিতে আসছেন বলে শোনা যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি সবসময় দলের সঙ্গে ছিলাম এবং আছি, ভবিষ্যতেও থাকব। আমি এই কাউন্সিল অধিবেশনকে স্বাগত জানাই।

বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা, যে সোনার বাংলার জন্য ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি, সেই বাংলাদেশকে যেন সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি। এই কমিটির মাধ্যমে সেই পথটি যেন আরো সুগম হয় সেই প্রত্যাশা করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *