ডিইউজে নির্বাচন: সভাপতি সোহেল- সম্পাদক আকতার জয়ী

গণমাধ্যমকর্মীদের সংগঠন ডিইউজে নির্বাচন-২০২২-এর ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। একটানা ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন ঘিরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন সোহেল হায়দার চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতার হোসেন।

৭২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৬৯০ ভোট আর কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৪৭৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন। তাদের মধ্যে মো. মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট, গাজী জহিরুল ইসলাম পেয়েছেন ৪৪৫ ভোট এবং সোহেল সানি পেয়েছেন ৫৩ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *