মালয়েশিয়ায় ২৪ ঘন্টায় ৪ হাজার ৮১৬ জন করোনায় আক্রান্ত, ৯ জনের মৃত্যু

মালয়েশিয়ায় শনিবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ৮১৬ জনের কোভিড শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৪৮ হাজার ৯৩১ জনে। স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
নতুন আক্রান্তদের মধ্যে ২ জন বিদেশ থেকে সংক্রমিত হয়ে এসেছে। ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯১১ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৯২৮ জন সুস্থ হয়ে উঠেছে। করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৪৫ লাখ ৬৩ হাজার ৪৭৩ জন।
বর্তমানে ৪৯ হাজার ৫৪৭ জন চিকিৎসাধীন আছে, এদের ৪৯ জন ইনটেনসিভ কেয়ারে এবং ২৮ জনকে অক্সিজেন সহায়তা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *