বিএনপির সাত জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা

বিএনপির সাত জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার ঢাকার  গোলাপবাগ মাঠের গণ সমাবেশ থেকে এই পদত্যাগের ঘোষণা দেন দলটির নেতারা।

একাদশ জাতীয় সংসদে ৩৫০ আসনের মধ্যে বিএনপির সাতজন সংসদ সদস্য রয়েছেন। এরমধ্যে একজন সংরক্ষিত নারী আসনের এমপি।

তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগের ঘোষণা দেয়া হয়েছে বলে তারা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *