টসে হেরে ব্যাটিং এ নিউজিল্যান্ডের

নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এ ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হচ্ছে পেসার তানজিম হাসানের। ঘরোয়া ক্রিকেটে ২১টি টি-টোয়েন্টিতে ২৫ উইকেট শিকার করেছেন তিনি। দেশের হয়ে ৫টি ওয়ানডে খেলে ৮ উইকেট শিকার করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ হয়েছিলেন তানজিম।
তানজিমের সাথে পেস অ্যাটাকে আছেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিনার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও মাহেদি হাসান।
একাদশে সুযোগ হয়নি মেহেদি হাসান মিরাজ, শামিম হোসেন, হাসান মাহমুদ ও তানভির ইসলামের।
সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জিতেছে ৩টিতে এবং নিউজিল্যান্ডের জয় ১৪ ম্যাচে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *