জাপানে গতকাল সোমবার থেকে এ পর্যন্ত গতকালের ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এবং অপরটি ৬ মাত্রার ভূমিকম্পসহ মোট ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া অফিস একথা জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এর মধ্যে বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ এর ওপরে এবং রিখটার স্কেলে মাত্রা ধীরে ধীরে কমলেও আজ মঙ্গলবার ও ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের মধ্যাঞ্চলে নতুন বছরের প্রথম দিনে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাতে অসংখ্য হতাহত এবং ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সময় ফুরিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হতাহত হয়েছে অসংখ্য। বহু ভবন ধসে গেছে। বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে।
2024-01-02