৯০ মিনিটে ১৫০টির ও বেশী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে

জাপানে গতকাল সোমবার থেকে এ পর্যন্ত গতকালের ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এবং অপরটি ৬ মাত্রার ভূমিকম্পসহ মোট ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া অফিস একথা জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এর মধ্যে বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ এর ওপরে এবং রিখটার স্কেলে মাত্রা ধীরে ধীরে কমলেও আজ মঙ্গলবার ও ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের মধ্যাঞ্চলে নতুন বছরের প্রথম দিনে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাতে অসংখ্য হতাহত এবং ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সময় ফুরিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হতাহত হয়েছে অসংখ্য। বহু ভবন ধসে গেছে। বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *