দশ বছরের জন্য অস্কারে নিষিদ্ধ হলিউড তারকা উইল স্মিথ

চড়কাণ্ডের জের ধরে হলিউড তারকা উইল স্মিথকে অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এর ফলে আগামী ১০ বছর আর অস্কার অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না উইল স্মিথ।

যে প্রতিষ্ঠান অস্কার পুরস্কার ঘোষণা করে থাকে, যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স একটি বিবৃতিতে বলেছে, ”মি. স্মিথকে (অস্কারের অনুষ্ঠানের) মঞ্চে যে অগ্রহণযোগ্য ও ক্ষতিকর আচরণ করতে দেখা গেছে, তা পুরো অনুষ্ঠানটিকে ম্লান করে ফেলেছে।”

উইল স্মিথ জানিয়েছেন, তিনি অ্যাকাডেমির সিদ্ধান্ত সম্মান করেন এবং মেনে নিয়েছেন।

স্ত্রীর কামানো মাথা নিয়ে রসিকতা করার কারণে ২৭শে মার্চ অস্কার পুরস্কার অনুষ্ঠান চলার সময় কৌতুকাভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে চড়  মেরেছিলেন উইল স্মিথ। অ্যালোপেশিয়া রোগের কারণে তিনি মাথার চুল হারিয়েছেন।

ওই কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন উইল স্মিথ  এবং অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছিন

ওই ঘটনার এক ঘণ্টা পরেই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন উইল স্মিথ। ওই চলচ্চিত্রে তিনি টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পিতার চরিত্রে অভিনয় করেন।

কিন্তু চড়কাণ্ডের ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নিতে যে কার্যক্রম শুরু করে অ্যাকাডেমি। শুক্রবার ভার্চুয়ালি ওই কমিটি বৈঠক করে উইল স্মিথের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *