মেসি যে কোন সময় খেলা পাল্টে দিতে পারে
পিএসজির হয়ে এ মৌসুমে তেমন ভালো খেলতে পারেননি লিওনেল মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে মাত্র ১১ গোল। আর্জেন্টাইন তারকার নামের পাশে সংখ্যাটা কি মানানসই? অবশ্যই না। তবে মেসির ৩৪ বছর বয়সটির দিকেও তাকাতে হবে। এ বয়সে অনেকে বুট তুলে রাখেন কিংবা অবসর নেওয়ার ভাবনাটা চলে আসে। কিন্তু মেসি এখনোবিস্তারিত..