মালয়েশিয়ায় ২৪ ঘন্টায় ১,৮৯৪ জন কোভিড আক্রান্ত, ৮ জনের মৃত্যু

মালয়েশিয়ায় সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ১,৮৯৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫৮ হাজার ৫৫৮ জন। স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
মন্ত্রনালয়ের ওয়েব সাইটে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন বিদেশ থেকে সংক্রমিত হয়েছে, দেশে সংক্রমিত হয়েছে ১,৮৮৮ জন। এ সময়ে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫,৭৫৪ জনে।
মন্ত্রনালয় জানায়, এ সময় ১,৯৪৪ জন করোনামুক্ত হয়েছে, এ নিয়ে মোট করোনামুক্ত হয়েছে ৪৪,৯৪,৭১১ জন।
বর্তমানে ২৮,০৯৩ জন চিকিৎসাধীন রয়েছে, এদের মধ্যে ৩৪ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছে, ২০ জনকে শ্বাস-প্রশ্বাসে অক্সিজেন সহায়তা দেয়া হচ্ছে।
দেশটিতে সোমবার ৩,৪৪৭ জনকে কোভিড ভ্যাকসিন দেয়া হয়েছে, দেশটির ৮৫.৯ শতাংশ লোক ভ্যাকসিনের প্রথম ডোজ, ৮৩.৫ শতাংশ দুই ডোজ এবং  ৪৯.৪ শতাংশ লোক বুস্টার ডোজ গ্রহন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *